Saturday, September 2, 2017

আপনি ছ্যাকা খেয়ে বেকা হয়ে গেছেন?

" আপনি ছ্যাকা খেয়ে বেকা হয়ে গেছেন?
:
খুবকষ্ট হয় আপনার?
:
মরে যেতে ইচ্ছে করে?
:
নেশা করেন?
:
লেখা পড়া ছেড়ে দিয়েছেন?
:
মন খারাপ করে থাকেন?
:
আপনি আপনার জীবনটা নিয়ে খুব
বোরিং?
:
খুব হতাশাগ্রস্থ আপনি?
:
জীবনটিকে তিলে তিলে শেষ
করে দিচ্ছেন?
:
আপনার উত্তর যদি হ্যাঁ হয়,
:
তবে আপনাকে বলছি।
.
..
...
....
তুই ছেলেই হ আর মেয়েই হ........... .
:
থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিবো ।
:
কি পাইছিস কি?
:
জীবনটাকে দু টাকার নোট
ভেবেছিস?
:
তুই কি জানিস ,
:
তুই কতটা প্রিয় তোর বাবার
কাছে?
:
তুই কি জানিস তুই তোর মায়ের
কাছে সাত রাজার ধন?
:
তুই কি জানিস একটি সন্তান জন্ম
হওয়ার জন্য, মাকে কতটা ব্যাথা
সহ্য
করতে হয়?
:
তুই কি জানিস তোর মা তোকে দশ
মাস, দশ দিন গর্ভে ধারণ করে
রেখেছিলো?
:
কে না কে তোকে ছেড়ে গেছে,
:
তাতে তুই কষ্ট পাবি?
:
এত মূল্যবান একটা জীবন নষ্ট
করবি?
:
কেনো তুই এত অবুঝ?
:
যে গেছে তো গেছে।
:
ও গেছে আরেকজন আসবে।
:
এত ভাবিস কেনো? তুই কি আর
লাইলী-মজনু শিরি-ফরহাদের যুগে
জন্ম নিয়েছিস?
:
তুই ডিজিটাল যুগে এসে যদি এত
বোকামী করিস তবে রাগ তো
হবেই
আমার?
:
এই জামানায় প্রেমের শোকের
আয়ু বড় জোড়
কয়েক সেকেন্ড থাকা উচিত..!
:
এটা এই জামানায় বেঁচে থাকার
মূল মন্ত্র।
:
আচ্ছা তুই যদি মরে যাস তবে যে
তোকে ছেড়ে গেছে সে তো দূর
থেকে বলবে,
:
বাব্বা বেঁচে গেছি অল্পের জন্য।
:
আর যদি তুই বড় মানুষ হোস তবে,
দেখবি
সে দূর থেকে আফসোস করে বলবে,
:
ইস কেনো যে ওকে ছেড়ে এলাম?


......#নিজেকে_বুঝায়



No comments:

Post a Comment