Showing posts with label ঘুড়ি. Show all posts
Showing posts with label ঘুড়ি. Show all posts

Friday, November 15, 2019

বউ


খুব ছোট্ট বেলায় পাশের বাড়ির সদ্য বিয়ে করে আনা বৌকে দেখে ভেবেছিলাম

বউ মানে সোনালি জরির পাড়ের ঘোমটায় লালটুক টুকে একটি মুখে লজ্জার আভা!

সেই থেকে শুরু
তারপর
স্কুল ফেরত বালিকার অযথা শাসনে নিজেকে হারিয়ে ভেবেছি
বৌ মানে হাজারটা আবদার
আচার ,ঝালমুড়ি কাঁচের চুড়ি কত্ত কিছুই চাই তার!

কলেজ পড়ুয়া আমি একভোরে ছাদে উঠে দেখলাম
পাশের বারান্দায় স্নিগ্ধতায় ডুবে থাকা কাউকে!
সেই থেকে একমাথা ভেজা চুল
ছুঁয়ে দেবার অপেক্ষা
দীঘল চুলের কাউকে দেখলেই বুক ধুকধুক!

ভালোবাসার অপেক্ষায় থাকা মনের জানালার কড়া নাড়েনি কেউ।
তারপর বিষাদময় হলজীবনে এসে মনে হলো
বৌ হলো ভালোবেসে অপেক্ষায় থাকা কেউ!
এক মহত্‍ শিল্পের সূতিকাগার রান্নাঘরে গরম ভাতের থালা
আর পাতে সাজানো হরেক পদের স্বাদ!

তুমি কি জানো ওসবই ছিলো তাত্ত্বিক জ্ঞান?

তোমাকে পেয়েই জেনেছি
বৌ মানে চোখের ভেজা পাতায় রোদের লুকোচুরি,
অভিমানি পুতুলে সস্নেহে বোলানো আঙ্গুল
তোমার সুরভি গায়ে মেখে কবিতায় দেয়া ডুবসাঁতার।

লেখা -- তাসনুভা রিয়া

Friday, September 15, 2017

তুমি কি শুনবে ...আমার ভাল-মন্দ লাগা কিংবা দুঃখ ব্যথা?




তোমরা কি শুনবে কেউ
আমার কিছু কথা?
আমার ভাল-মন্দ লাগা
কিংবা দুঃখ ব্যথা?


মাঝে মাঝে নিজেকে
লাগে বড় একা,
মনের মত বন্ধুর দেখা
পাবো আমি কোথা?


চুপচাপ বসে থাকি
কিছুই লাগে না ভাল,
অবচেতন মন বলে ওঠে,
কিছু একটা কর।


কিন্তু কি করবো আমি
পাই না কোন কাজ,
কখন যে পার‌ হয়
সকাল-দুপুর-সাঁঝ!


একা একা কোন কিছুতেই
সময় আর না কাটে,
ইশ একটা কাজ এখন যদি
থাকতো আমার হাতে!


ভাল কিছু যখন আর
করার না থাকে,
উদ্ভট কিছু চিন্তা ভাবনা
মাথায় চলে আসে।


সেইসব চিন্তা ভাবনার
আগা মাথা নাই,
চিন্তার সাগরে কখনো ডুবে
হাবুডুবু খাই!


মাঝে মাঝে বিরক্ত হয়ে
বই নিয়ে বসি,
কি আর পড়বো? এখন তো
লাগছে সবই বাসি।


কখনো কখনো মনে হয়
কিছু একটা লেখি,
কখনো বা জানালা দিয়ে
দূরে তাকায়ে দেখি।


চোখের দৃষ্টি মাঝে মাঝে
সুদূরে হারিয়ে যায়,
মনের গভীর কল্পনা ছেড়ে
অনন্ত নীলিমায়।


কখনো আমি বন্ধুর কাছে
লিখতে বসি চিঠি,
উত্তরের প্রতিক্ষায় থাকে
আমার নয়ন দিঠি।


চোখের সামনে ভাসে যে
কত রঙ্গীন স্বপ্ন,
মনের মাঝে জাগে কত
হাজারো জটিল প্রশ্ন।


মাঝে মধ্যে লিখে ফেলি
ছড়া কিংবা কবিতা,
কখনো পড়তে ভাল লাগে
রূপকথার গল্প কথিকা।

Wednesday, September 6, 2017

একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ

 
একটা ছিল সোনার কন্যা
মেঘ বরণ কেশ
ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ
দুই চোখে তার আহারে কি মায়া
নদীর জলে পড়ল কন্যার ছায়া

তাহার কথা বলি
তাহার কথা বলতে বলতে নাও দৌঁড়াইয়া চলি

কন্যার ছিল দীঘল চুল
তাহার কেশে জবা ফুল
সেই ফুল পানিতে ফেইলা
কন্যা করল ভুল
কন্যা ভুল করিস না
ও কন্যা ভুল করিস না
আমি ভুল করা কন্যার লগে কথা বলব না

হাত খালি গলা খালি
কন্যার নাকে নাকফুল
সেই ফুল পানিতে ফেইলা
কন্যা করল ভুল

এখন নিজের কথা বলি
নিজের কথা বলতে বলতে
নাও দৌঁড়াইয়া চলি
সবুজ বরণ লাও ডগায়
দুধসাদা ফুল ধরে
ভুল করা কন্যার লাগি
মন আনচান করে
আমার মন আনচান করে। 


শিল্পীঃ সুবীর নন্দী
অ্যালবামঃ শ্রাবন মেঘের দিন
সুরকারঃ মাকসুদ জামিল মিন্টু
গীতিকারঃ হুমায়ুন আহমেদ
বছরঃ ১৯৯৯
বিভাগঃ ছায়াছবি

Friday, June 9, 2017

প্রায় সব ছেলেই বলে- আমার সুন্দরী মেয়ের দরকার নাই!



যে মানুষটার হাতে টাকা নাই! সে সহজেই বলতে পারে- গাড়ি দরকার নাই, বাড়ি দরকার নাই। কিন্তু, টাকা আসার পর সে সবার আগে গাড়ি বাড়ির দিকেই মনোযোগী হোন। কোন এক অজ্ঞাত কারনে তখন বাড়ি-গাড়ির দরকার হয়।

প্রায় সব ছেলেই বলে- আমার সুন্দরী মেয়ের দরকার নাই! এমন একজনকে দরকার, যে শুধু আমাকেই ভালবাসবে। কিন্তু, বিয়ের সময় তারা সবার আগে "সুন্দরী" মেয়েটাকেই খোঁজে। একটু শ্যামলা বর্ণের কোন মেয়েকেও তখন নিতেই চায় না।

যে মেয়েটা সব সময় বলছে, যাকে জীবনসঙ্গী করবো সে আমার মনটাকে বুঝবে। এতো টাকা দিয়ে কি হবে, যদি মনটাই না বোঝে? অথচ পাত্র খোঁজার সময় ওই মেয়েটাই এমন ছেলেকে খোঁজে যার কিনা প্রচুর টাকা পয়সা আছে। গাড়ি-বাড়ি আছে। এখানেও কারণটা অজ্ঞাত .. .

অতঃপর ... কোন এক রাতে টাকার নেশায় বুদ হয়ে থাকা মানুষটা আবিস্কার করে, টাকার পেছনে ছুটতে ছুটতে সে নিজেই নিজের জীবন থেকে ছুটে গেছে। এই জীবনে টাকা আছে, কিন্তু শান্তি নাই।
দামী খাট আছে, কিন্তু চোখে ঘুম নাই।
সুন্দরী মেয়ের নেশায় মাতাল হয়ে থাকা ছেলেটাও বুঝতে পারে- আরে..মেয়েটা তো আমাকে ভালোবাসে না!! আমার টাকাই তার কাছে সব!! কি অদ্ভুত যন্ত্রণা...

সুপ্রতিষ্ঠিত কর্পোরেট পাত্র খোজা মেয়েটা তখন বুঝতে পারে, তার অনুভূতির কোন মূল্যই নেই ওই কর্পোরেট স্বামীর কাছে!! অতঃপর, দিন শেষে শান্তির নীড় রচনার পরিবর্তে শূন্যতা নিয়েই কোন রকম জীবন অতিবাহিত করতে হয় এসব কর্পোরেট মানুষগুলোকে :'(

Thursday, February 23, 2017

তোমায় অনেক বেশি ভালোবাসি

ভালো নেই আমি
ভালো নেই মন,

তোমার কথাই ভাবে
এ মন সারাক্ষন,

ভালোবাসতে চায় তোমায়
অনেক বেশি,

সারাক্ষন বলতে চায়
আমার এ মন,

তোমায় অনেক বেশি ভালোবাসি ||

তোমায় অনেক বেশি ভালোবাসি


Wednesday, June 10, 2015

কখনো ভাবি নাই তুমি এভাবে আমাকে ছেড়ে যাবে !

কখনো ভাবি নাই তুমি এভাবে আমাকে ছেড়ে যাবে !
যেই তুমিই কিনা আমাকে ছাড়া থাকতে পরতে না,
যেই তুমি, আমি বলার আগেই আমার মনের কথা
বুঝেছিলে,
সেই তুমি কেন আমার মনের কষ্ট দেখতে পাও না ?
আমি কিন্তু এখনো তোমার অপেক্ষায় আছি
যতদিন কষ্ট সহ্য করার মত ক্ষমতা থাকবে সহ্য করে যাব...
যেদিন আর সহ্য করতে পারবো না পৃথিবীটা ছেড়ে
দিব..
____হিমু


Tuesday, June 2, 2015

তোমার ঐ মনটাকে একটা ধূলোমাখা পথ করে দাও আমি পথিক হব

তোমার ঐ মনটাকে
একটা ধূলোমাখা পথ করে দাও
আমি পথিক হব,
ভালবাসার কিছু পদধূলি
তোমাকে সারাবেলা শুনিয়ে যাব,
আমি পথিক হব।

সকালের সোনা সোনা রোদ
সেই পথের ধূলোয় এসে ছড়িয়ে যাবে ।।
আমার দুচোখে বোনা বিবাগী স্বপ্নগুলো
তোমাকেই খূজেঁ পাবে,
ভালবাসার কিছু পদধূলি ।।
তোমাকে সারাবেলা শুনিয়ে যাব,
আমি পথিক হব…

জোছনায় ভেজা ভেজা রাত
সেই পথের সীমানাতে জড়িয়ে যাবে ।।
আমার ক্লান্ত পায়ে
মুখরা লগ্নগুলো নিরবে মুখ লুকাবে,
ভালবাসার কিছু পদধূলি ।।
তোমাকে সারাবেলা শুনিয়ে যাব,
আমি পথিক হব……

তোমার ঐ মনটাকে
একটা ধূলোমাখা পথ করে দাও
আমি পথিক হব,
ভালবাসার কিছু পদধূলি
তোমাকে সারাবেলা শুনিয়ে যাব,
আমি পথিক হব।

শিল্পীঃ পার্থ বড়ুয়া


Wednesday, May 20, 2015

সত্যি ভুল আমারই যে আমি তোমাকে পাগলের মতো ভালোবেসেছি

সত্যি ভুল আমারই যে আমি তোমাকে পাগলের মতো ভালোবেসেছি।
অপরাধ আমিই করেছি কারণ আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করেছি।
আর তাই এটুকু তো আমার প্রাপ্য ছিল।
তুমি ঠিকই করেছো।
আমাকে আমার যোগ্য উপহার দিয়ে।
এই একবুক কষ্ট দিয়েছো।
এটাই বা ক'জন দিতে পারে!!!!! See more


চাই তোমাকে পূর্ণ করতে, চাই শুধু তোমার হতে

আমি পূর্ণতা চাই না, চাই তোমাকে পূর্ণ করতে ।
আমি বিশ্বাস চাই না, চাই তোমার বিশ্বাসী হতে । 
আমি ভালোবাসা চাই না, চাই শুধু তোমায় ভালোবাসতে । 
আমি সুখ চাই না, চাই শুধু তুমি সুখী হও । 
আমি আমাকে চাই না, চাই শুধু তোমার হতে, 
যদি তুমি চাও । See more




Tuesday, May 12, 2015

তোমার জন্য আমি কেঁদেছি, অনেক কেঁদেছি

চোখ থেকে ঝরে পরা অশ্রু গুলোই
যদি কান্না হয়
তবে আমি কাঁদিনি তোমার জন্য ।
সত্যিই বলছি সে কান্নার
পরিমাণ এত
নগণ্য যে তাঁকে কান্না বলে না ।
কিন্তু হৃদয়ের অদেখা চোখের
অশ্রু ফোঁটা গুলো যদি
কান্না হয় !
তবে আমি কেঁদেছি
তোমার জন্য আমি কেঁদেছি
অনেক কেঁদেছি ।
তোমার প্রতিটা রেখে যাওয়া
মুহূর্ত আমাকে কাঁদিয়েছে ,
প্রতিদিন আমাকে কাদাছে এক
হারানোর যন্ত্রণায় ... See More


Sunday, May 10, 2015

তোমায় নিয়ে আমি আর রাত জেগে ভাবি না, কারন যদি জানতে চাও আমি বলব না ।

তোমায় নিয়ে আমি আর
রাত জেগে ভাবি না,
কারন যদি জানতে চাও
আমি বলব না ।

তোমায় নিয়ে আমি
আর স্বপ্ন দেখি না
কেন দেখিনা আমি
আমি তা যানি না ।

শহরের ঐ লেকের পাড়ে
বসতাম তুমি আমি
কিন্তু এখন ঐ লেকের পাড়ে
একা বসি আমি ।

তোমায় ছাড়া ভেবেছিলাম
হাও কুড আই লিভ?
দূরে থেকে বুঝতে পারেছি
ইয়েস আই কুড লিভ ।

একটা মজার বেপার জানো?
আমি তোমার নাম্বারটা এখন ফেলেছি মুছে, 
আর দেরি নেই ফেলব তোমায়ও 
মন থেকে মুছে মুছে ।
                     -- তাহমিদ আফসার

Saturday, May 9, 2015

হারিয়ে গেছে,, আমার আপনজন মন কাঁদে আমার

জীবনটা আজ সাদা পাতা,, 
লেখার কিছুই নেই... 
মরুভূমিতে দাঁড়িয়ে আছি,, 
পুরানো আমি সেই... 
হঠাৎ করে কেনো আজ,, 
কাঁদে আমার মন... 
পিছনে ফিরে তাকিয়ে দেখি; 
হারিয়ে গেছে,, 
আমার আপনজন... See More

Thursday, May 7, 2015

সত্যিকারের ভালোবাসায় কোন কারন থাকে না ।

যে আপনাকে ভালোবাসে সে কখনো আপনাকে ছেড়ে দূরে যাবেনা।
ছেড়ে যাবার মতো হাজারও কারন থাকলেও 
থেকে যাবার জন্য একটি কারন সে খুজেঁ বের করবেই। 
এটাই হলো সত্যিকারের ভালোবাসা.......

See more




Monday, September 29, 2014

Moments Of Love । তার সাথে আমার প্রথম দেখা রাস্তার মোড়ে।


তার সাথে আমার প্রথম দেখা রাস্তার মোড়ে, আমার হাতে তখন জলন্ত সিগারেট আর সে তখন মাটি থেকে ১টা ফুল কুড়িয়ে নিচ্ছিলো। আমি অবাক হয়ে তাকে দেখছিলাম আর কি অদ্ভুতভাবেই না সে ফুলটাকে দেখছিলো . . .  

সেই কুড়োনো ফুলটা হাতে নিয়ে মেয়েটা আমার সামনে দিয়েই চলে গেলো। আমি মুগ্ধ হয়ে তার চলে যাওয়া দেখছিলাম এবং ঐ মূহুর্তে আমার মনে হচ্ছিলো এইরকম ১টা মেয়ে আমার পাশে থাকলে খুব ১টা খারাপ হতোনা, অথবা ঠিক এই মেয়েটাই!!. . . .

সেদিন থেকেই আমি মেয়েটাকে ভাবতাম, তাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম কিন্তু কখনো কাছে যাওয়ার সাহস হতোনা। কখনো কখনো তারসাথে চোখাচোখি হতো, সে দেখতো কিন্তু কিছু বলতো না।. . . .

তারপর একদিন সাহস করে সামনে এগিয়ে গেলাম, তার সাথে কথা বলবো বলে। কিন্তু সামনে গিয়ে আমি কিছুই বলতে পারলাম না! তখন সে নিজ থেকেই বললো ”কিছু বলবেন”

তারপর থেকে মাঝে মাঝে আমাদের কথা হতো, কখনো কখনো দেখা হতো। দেখা হলেই আমরা একসঙে হাটতাম . . .

তারপর একদিন আমি প্রপোজ করলাম! ও প্রচন্ড অবাক হয়ে আমার দিকে তাকিয়ে তাকিয়ে ছিলো !!

আমি ভেবেছিলাম ও রাজি হবে না, কিন্তু ফুলগুলি হাতে নিয়ে ও প্রচন্ড খুশি হয়ে গিয়েছিলো এবং আমাকে হ্যা বলে দিয়েছিলো . . . .এরপর আমি এবং সে ”আমরা” হয়ে গেলাম। এবং আমাদের আশেপাশের সবকিছুই অন্যরকমভাবে পালটে গেলো . . . . . 
কেউ একজন ঠিকি বলেছিলো ”ভালোবাসার জন্য শুধুমাত্র একটি মূহুর্তই যথেষ্ট” …..





Thursday, August 14, 2014

তোমার হাসির পৃষ্ঠায় - তোমাকে ছোবার জন্য নয় তোমাকে

১।
কয়েকশো বছর অপেক্ষায় থেকে
আমি জবাফুল গাছ হতে চাই
নাহ, তোমাকে ছোবার জন্য নয়
তোমাকে ছায়া দেবার জন্যেও নয়
শুধুমাত্র তোমাকে কিছু ফুল দেবার জন্য
আর নিভৃতে তোমার হাসির সংস্পর্শ পাবার জন্য!
















২।
বহুবার ভেঙে যাওয়া সময়কে পেরিয়ে
আমি তোমাকে কিছু লিখতে চেয়েছিলাম
সেটা হতে পারতো কোন চিঠি
অথবা বিমুগ্ধতায় মোড়ানো কোন রূপকথা
অথচ নিঃসঙ সময়ের ডাক শুনে শুনে
আমি শুধুমাত্র তুমিতেই মুগ্ধ হয়েছিলাম
কোন চিঠি অথবা রূপকথাতে নয়








৩।
আমি বারবার তোমার পিছু ছুটে যাই
অথবা আমাকে তোমার পিছু ছুটে যেতে হয়
তোমার অনুভূতির টানে, আবেগের টানে
অথচ শূণ্যে উড়িয়ে দেয়া তোমার আচলের স্নিগ্ধতা
আর ছড়িয়ে পড়া তোমার হাসির মুগ্ধতা দেখে
আমি শালিকের বেশে একদিন পলাতক হয়েছিলাম





৪।
আমি নিঃসঙ কাকতারুয়ার মতো পুরো জীবন
দাঁড়িয়ে থাকতে রাজি আছি
যদি আমি থাকতে পারি তোমার কক্ষপথ জুড়ে
ছড়িয়ে থাকা হাসির কাছাকাছি
অথচ
তোমার আকা ছবিতে বিমুগ্ধতা নেই, বিষন্নতাও নেই
যা আছে তা কেবল পরিতৃপ্তি!
এবং তোমার আকা হাসিতে কেবল পূর্নতাই নয়
আছে সতেজ প্রকৃতির দিপ্তী

তুমি আমি কখনোই একটা শব্দে জড় হতে পারিনি

Sunday, June 15, 2014

পুরুষরা প্রেমের সম্পর্কে জড়াতে ভয় পায় যে ৬টি কারণে! -

প্রেম করবো মাথা খারাপ! প্রেম মানুষ করে?’ এমন কথা অনেক পুরুষই বলে থাকেন। কিন্তু এমন কথা বলার পরেও অনেক পুরুষকেই হর হামেশা প্রেমের সম্পর্কে জড়াতে দেখা যায়। আবার কেউ কেউ সত্যিই প্রেমের সম্পর্ক থেকে অনেক দূরে রাখেন নিজেকে। কিন্তু কেন? পুরুষরা প্রেমের সম্পর্কে জড়াতে কেনো ভয় পায়?
প্রেমের সম্পর্কে জড়াতে অধিকাংশ পুরুষই ভয় পায়। নানান দায়িত্ব, ঝামেলা ও জীবনচর্চার পরিবর্তনের ভয়ে অনেক পুরুষই প্রেমের সম্পর্কে জড়াতে চায় না। এছাড়াও আরো বেশ কিছু বিষয় আছে যেগুলো কারণে পুরুষরা প্রেমের সম্পর্কের দিকে এক পা আগালে তিন পা পিছিয়ে যায়। আসুন জেনে নেয়া যাক প্রেমের সম্পর্কে জড়াতে পুরুষদের ভয় পাওয়ার ৬টি কারণ সম্পর্কে।

টাকা খরচের ভয়

প্রেম করা মানেই টাকা খরচ। প্রেমিকা কে নিয়ে ঘুরতে যাওয়া, বিকেলে কিছু খাওয়া, বাসায় নামিয়ে দেয়া, উপহার কিনে দেয়া ইত্যাদি আরো নানান খরচ বেড়ে যায় প্রেম করলে। আর এই বাড়তি খরচ যোগাতে হিমশিম খেতে হয় অধিকাংশ পুরুষকেই। বিশেষ করে যারা নিজে আয় করেন না তাঁরা এই বাড়তি খরচ জোগানোর কথা চিন্তা করে প্রেমের সম্পর্কে জড়াতে ভয় পান।

স্বাধীনতা হারানোর ভয়

পুরুষরা মনে করেন একটি নারীর সাথে নিজেকে প্রেমের সম্পর্কে বেঁধে ফেলা মানেই নিজের স্বাধীনতা হারানো। যখন খুশি ঘুম, খাওয়া, রাত করে বাসায় ফেরা ইত্যাদি সব কিছুতেই প্রেমিকার নজরদারির ভয়ে প্রেম করার ইচ্ছাই চলে যায় অনেকের। বিশেষ করে যদি পুরনো প্রেমের তেঁতো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে প্রেমের সম্পর্কের পথে পা বাড়াতেই ভয় পায় পুরুষরা।

দায়িত্ব নেয়ার ভয়

প্রেমের সম্পর্ক মানেই প্রেমিকার দায়িত্ব নেয়া। আর এই দায়িত্ব নিতে ভয় পান অনেক পুরুষ। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে প্রেমিকার সুবিধা অসুবিধা দেখা, নিরাপত্তা দেয়া, সঙ্গে দেয়া, সময় দেয়া ইত্যাদি আরো নানান রকম দায়িত্ব নিতে হয় পুরুষদেরকে। এক সঙ্গে এতো দায়িত্ব কাঁধে চাপাতে ভয় পায় পুরুষরা। আর তাই অনেক পুরুষই প্রেমের সম্পর্কে জড়াতে ভয় পান।

বন্ধু হারানোর ভয়

অনেক পুরুষই প্রেমের সম্পর্কে জড়াতে ভয় পায় কারণ তাঁরা মনে করে প্রেমের সম্পর্কে জড়ালে বন্ধুরা তাদের থেকে দূরে সরে যাবে। প্রেমিকাকে সময় দিতে গিয়ে বন্ধুদের আড্ডায় যাওয়া হয়না অধিকাংশ পুরুষেরই। তাছাড়া অনেক সময় প্রেমিকা তার প্রেমিকের বন্ধুদেরকে পছন্দ করে না। ফলে বন্ধুদেরকে দূরে সরিয়ে দেয়ার চেষ্টা করে প্রেমিকের থেকে। তাই অনেক পুরুষই মনে করে প্রেম করলে বন্ধুত্ব নষ্ট হয়।

ঝগড়া হওয়ার ভয়

বর্তমান সময়ে প্রেম করা মানেই রাত জেগে চ্যাট করা, ফোনে কথা বলা, প্রেমিকার ঘন ঘন ফোন, মিস কল কিংবা ম্যাসেজ আসা। আর কোনো কারণে ফোন ধরতে না পারলেই শুরু হয় ঝগড়াঝাটি। এছাড়াও দেখা করতে না পারা, সময় কম দেয়া ও নানান বিষয় নিয়ে সারাক্ষণই ঝগড়াঝাটি লেগে থাকে অধিকাংশ প্রেমের সম্পর্কে। এসব দেখে অনেক পুরুষই প্রেমের সম্পর্কে জড়াতে ভয় পায়।

পরিবারের ভয়

প্রেম করা মানেই বিয়ের কথা ভাবা। আর নিজের পছন্দের মানুষের সাথে বিয়ের কথা বাসায় জানানোটা যেন পৃথিবীর সবচাইতে কঠিন একটি কাজ। প্রেমিকার বাসায় রাজি করানো, নিজের বাবা মা কে রাজি করানো, আত্মীয় স্বজনের কটু কথার ভয় ইত্যাদি আরো নানান রকম ঝামেলার কথা চিন্তা করে অনেক পুরুষই প্রেমের সম্পর্কে জড়াতে ভয় পায়।

Sunday, April 6, 2014

তোর আকাশে আমার ঘুড়ি ওড়াবো আজ পারলে তুই কাটিস সূতো

তোর আকাশে আমার ঘুড়ি ওড়াবো আজ
পারলে তুই কাটিস সূতো,
তোর জমিনে লাঙ্গল দেব কেঁচোর মত
তুই হবি আমার দ্রুত,

তোর নদীতে ভোদড় হয়ে দেব আদর
পারবি না পোষ মানাতে,
তোর চরের কাশফুলেরা আমার কথায় হবে লেঠেল
বিকিয়ে দিবি দেহ আমাতে,

তোর পাহাড়ের সরু পথে করব পাচার, ভালবাসা
অসহায় কাঁপবি ক্রোধে,
তোর বনের উলঙ্গ-গা ছেয়ে দেব কালো-সবুজে
জানি ছুটে আসবি মোহে,

তোর উদাসী চোখের পাতায় হব আমি শালিকের শিস-
চাই না মেয়ে একটু কাঁদিস,
আমার সারাবেলা দেব তোকে উজাড় করে-
পারলে একটু ভালবাসিস !


see more

Sunday, March 2, 2014

কখনো ভাবিনি এতোটা তলিয়ে যাবো

কখনো ভাবিনি এতোটা তলিয়ে যাবো.....
কখনো ভাবিনি সকালের আকাশ এভাবে মেঘে ঢেকে যাবে.....
জীবনকে আকাশের মত মনে হয়.....
শুধু ই অসীম শুন্যতা.....
সব কিছু'ই আছে তবুও মহা শুন্যতা থেকে যায়.....

ঘুড়ি যেমন ছুঁতে চায় আকাশের সীমানা.....
তেমনি স্বপ্নরাও ছুঁতে চায় জীবনের মহাশূণ্যকে.....
মাঝে মাঝে মনে হয় আকাশ না হয়ে মেঘ হলে ই ভাল হতো.....
আবার মেঘ না হয়ে বৃষ্টি হয়ে লুটিয়ে পড়ে মিশে যেতাম মাটির সাথে.....see more