Showing posts with label Laptop Computer. Show all posts
Showing posts with label Laptop Computer. Show all posts

Saturday, May 9, 2015

পেনড্রাইভ এর লুকানো (Hidden) ফাইল বের করুন খুব সহজে

আস্সালামু ওয়ালাইকুম ।
আশাকরি সবাই ভাল আছেন ।  এর আগে আমি একটি টিউন করেছিলাম C Programming এর উপর । আজ আমি Batch Programming এর একটি দারুন বিষয় পোস্ট করব । আমরা প্রায় সময় দেখতে পাই যে কম্পিউটার ওয়ার্ম বা ভাইরাস এর কারনে উইন্ডোজ অপারাটিং সিস্টেম এ অনেক সময় পেন ড্রাইভ এ ফাইল থাকলেও তা অদৃশ্য (Hide) হয়ে যায় । পেনড্রাইভ Properties-এ গেলে দেখা যায় ফাইল গুলো ঠিকই মেমরিতে জায়গা দখল করে আছে । আবার ফাইল এর বদলে ফাইল এর শর্টকাট পাওয়া যায় । এ রকম সমস্যায় পরলে Start থেকে All Programme/Accessories/Notepad-এ গিয়ে নোটপ্যাড খুলুন এবং নিচের সংকেত টি হুবুহু নোটপ্যাড এ লিখুন ।

 attrib -h -r -s /s /d J:\*.*
J:
del *.Ink /f/s/q
del *.exe /f/q
del Autorun.inf /f/q
C:
tree
cls
exit

























এখানে শুধু Drive Letter J: এর পরিবর্তে আপনাদের PC তে যে Drive Letter টি দেখাবে সেটি টাইপ করে দিবেন যেমন- L হলে L: লিখবেন । মাই কম্পিউটার এ ঢুকে ড্রাইভ লেটার টি দেখে নিন । নোটপ্যাড এর কোন হরফ বা চিনহ পরিবর্তন করবেন না । এখন File/save as – এ গিয়ে ফাইল টি Unhide.bat নামে সেভ করুন । লক্ষ করুন Unhide নামে একটি ফাইল তৈরি হয়েছে । এরপর ফাইল টি ডাবল ক্লিক করুন । Unhide ফাইল টি চালু করার পর তা স্বয়ংক্রিয় ভাবে বন্ধ হয়ে যাবে । এরপর পেনড্রাইভ ওপেন করুন । দেখুন অদৃশ্য ফাইল গুলো দেখা যাচ্ছে । এটি একসঙ্গে পেনড্রাইভ এর ক্ষতিকর autorun.inf ফাইল, .exe এক্সটেনশন এর সন্দেহ জনক ফাইল এবং শর্টকাট ভাইরাস মুছে দেবে ।
কোন ভুল ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।আর ভুলগুলো আমাকে ধরিয়ে দিবেন। :-)

Thursday, May 7, 2015

সত্যিকারের ভালোবাসায় কোন কারন থাকে না ।

যে আপনাকে ভালোবাসে সে কখনো আপনাকে ছেড়ে দূরে যাবেনা।
ছেড়ে যাবার মতো হাজারও কারন থাকলেও 
থেকে যাবার জন্য একটি কারন সে খুজেঁ বের করবেই। 
এটাই হলো সত্যিকারের ভালোবাসা.......

See more