Friday, June 9, 2017

প্রায় সব ছেলেই বলে- আমার সুন্দরী মেয়ের দরকার নাই!



যে মানুষটার হাতে টাকা নাই! সে সহজেই বলতে পারে- গাড়ি দরকার নাই, বাড়ি দরকার নাই। কিন্তু, টাকা আসার পর সে সবার আগে গাড়ি বাড়ির দিকেই মনোযোগী হোন। কোন এক অজ্ঞাত কারনে তখন বাড়ি-গাড়ির দরকার হয়।

প্রায় সব ছেলেই বলে- আমার সুন্দরী মেয়ের দরকার নাই! এমন একজনকে দরকার, যে শুধু আমাকেই ভালবাসবে। কিন্তু, বিয়ের সময় তারা সবার আগে "সুন্দরী" মেয়েটাকেই খোঁজে। একটু শ্যামলা বর্ণের কোন মেয়েকেও তখন নিতেই চায় না।

যে মেয়েটা সব সময় বলছে, যাকে জীবনসঙ্গী করবো সে আমার মনটাকে বুঝবে। এতো টাকা দিয়ে কি হবে, যদি মনটাই না বোঝে? অথচ পাত্র খোঁজার সময় ওই মেয়েটাই এমন ছেলেকে খোঁজে যার কিনা প্রচুর টাকা পয়সা আছে। গাড়ি-বাড়ি আছে। এখানেও কারণটা অজ্ঞাত .. .

অতঃপর ... কোন এক রাতে টাকার নেশায় বুদ হয়ে থাকা মানুষটা আবিস্কার করে, টাকার পেছনে ছুটতে ছুটতে সে নিজেই নিজের জীবন থেকে ছুটে গেছে। এই জীবনে টাকা আছে, কিন্তু শান্তি নাই।
দামী খাট আছে, কিন্তু চোখে ঘুম নাই।
সুন্দরী মেয়ের নেশায় মাতাল হয়ে থাকা ছেলেটাও বুঝতে পারে- আরে..মেয়েটা তো আমাকে ভালোবাসে না!! আমার টাকাই তার কাছে সব!! কি অদ্ভুত যন্ত্রণা...

সুপ্রতিষ্ঠিত কর্পোরেট পাত্র খোজা মেয়েটা তখন বুঝতে পারে, তার অনুভূতির কোন মূল্যই নেই ওই কর্পোরেট স্বামীর কাছে!! অতঃপর, দিন শেষে শান্তির নীড় রচনার পরিবর্তে শূন্যতা নিয়েই কোন রকম জীবন অতিবাহিত করতে হয় এসব কর্পোরেট মানুষগুলোকে :'(