Showing posts with label আবেগ. Show all posts
Showing posts with label আবেগ. Show all posts

Friday, November 15, 2019

বউ


খুব ছোট্ট বেলায় পাশের বাড়ির সদ্য বিয়ে করে আনা বৌকে দেখে ভেবেছিলাম

বউ মানে সোনালি জরির পাড়ের ঘোমটায় লালটুক টুকে একটি মুখে লজ্জার আভা!

সেই থেকে শুরু
তারপর
স্কুল ফেরত বালিকার অযথা শাসনে নিজেকে হারিয়ে ভেবেছি
বৌ মানে হাজারটা আবদার
আচার ,ঝালমুড়ি কাঁচের চুড়ি কত্ত কিছুই চাই তার!

কলেজ পড়ুয়া আমি একভোরে ছাদে উঠে দেখলাম
পাশের বারান্দায় স্নিগ্ধতায় ডুবে থাকা কাউকে!
সেই থেকে একমাথা ভেজা চুল
ছুঁয়ে দেবার অপেক্ষা
দীঘল চুলের কাউকে দেখলেই বুক ধুকধুক!

ভালোবাসার অপেক্ষায় থাকা মনের জানালার কড়া নাড়েনি কেউ।
তারপর বিষাদময় হলজীবনে এসে মনে হলো
বৌ হলো ভালোবেসে অপেক্ষায় থাকা কেউ!
এক মহত্‍ শিল্পের সূতিকাগার রান্নাঘরে গরম ভাতের থালা
আর পাতে সাজানো হরেক পদের স্বাদ!

তুমি কি জানো ওসবই ছিলো তাত্ত্বিক জ্ঞান?

তোমাকে পেয়েই জেনেছি
বৌ মানে চোখের ভেজা পাতায় রোদের লুকোচুরি,
অভিমানি পুতুলে সস্নেহে বোলানো আঙ্গুল
তোমার সুরভি গায়ে মেখে কবিতায় দেয়া ডুবসাঁতার।

লেখা -- তাসনুভা রিয়া

Friday, June 9, 2017

প্রায় সব ছেলেই বলে- আমার সুন্দরী মেয়ের দরকার নাই!



যে মানুষটার হাতে টাকা নাই! সে সহজেই বলতে পারে- গাড়ি দরকার নাই, বাড়ি দরকার নাই। কিন্তু, টাকা আসার পর সে সবার আগে গাড়ি বাড়ির দিকেই মনোযোগী হোন। কোন এক অজ্ঞাত কারনে তখন বাড়ি-গাড়ির দরকার হয়।

প্রায় সব ছেলেই বলে- আমার সুন্দরী মেয়ের দরকার নাই! এমন একজনকে দরকার, যে শুধু আমাকেই ভালবাসবে। কিন্তু, বিয়ের সময় তারা সবার আগে "সুন্দরী" মেয়েটাকেই খোঁজে। একটু শ্যামলা বর্ণের কোন মেয়েকেও তখন নিতেই চায় না।

যে মেয়েটা সব সময় বলছে, যাকে জীবনসঙ্গী করবো সে আমার মনটাকে বুঝবে। এতো টাকা দিয়ে কি হবে, যদি মনটাই না বোঝে? অথচ পাত্র খোঁজার সময় ওই মেয়েটাই এমন ছেলেকে খোঁজে যার কিনা প্রচুর টাকা পয়সা আছে। গাড়ি-বাড়ি আছে। এখানেও কারণটা অজ্ঞাত .. .

অতঃপর ... কোন এক রাতে টাকার নেশায় বুদ হয়ে থাকা মানুষটা আবিস্কার করে, টাকার পেছনে ছুটতে ছুটতে সে নিজেই নিজের জীবন থেকে ছুটে গেছে। এই জীবনে টাকা আছে, কিন্তু শান্তি নাই।
দামী খাট আছে, কিন্তু চোখে ঘুম নাই।
সুন্দরী মেয়ের নেশায় মাতাল হয়ে থাকা ছেলেটাও বুঝতে পারে- আরে..মেয়েটা তো আমাকে ভালোবাসে না!! আমার টাকাই তার কাছে সব!! কি অদ্ভুত যন্ত্রণা...

সুপ্রতিষ্ঠিত কর্পোরেট পাত্র খোজা মেয়েটা তখন বুঝতে পারে, তার অনুভূতির কোন মূল্যই নেই ওই কর্পোরেট স্বামীর কাছে!! অতঃপর, দিন শেষে শান্তির নীড় রচনার পরিবর্তে শূন্যতা নিয়েই কোন রকম জীবন অতিবাহিত করতে হয় এসব কর্পোরেট মানুষগুলোকে :'(

Thursday, February 23, 2017

তোমায় অনেক বেশি ভালোবাসি

ভালো নেই আমি
ভালো নেই মন,

তোমার কথাই ভাবে
এ মন সারাক্ষন,

ভালোবাসতে চায় তোমায়
অনেক বেশি,

সারাক্ষন বলতে চায়
আমার এ মন,

তোমায় অনেক বেশি ভালোবাসি ||

তোমায় অনেক বেশি ভালোবাসি


Wednesday, June 10, 2015

কখনো ভাবি নাই তুমি এভাবে আমাকে ছেড়ে যাবে !

কখনো ভাবি নাই তুমি এভাবে আমাকে ছেড়ে যাবে !
যেই তুমিই কিনা আমাকে ছাড়া থাকতে পরতে না,
যেই তুমি, আমি বলার আগেই আমার মনের কথা
বুঝেছিলে,
সেই তুমি কেন আমার মনের কষ্ট দেখতে পাও না ?
আমি কিন্তু এখনো তোমার অপেক্ষায় আছি
যতদিন কষ্ট সহ্য করার মত ক্ষমতা থাকবে সহ্য করে যাব...
যেদিন আর সহ্য করতে পারবো না পৃথিবীটা ছেড়ে
দিব..
____হিমু


Wednesday, May 20, 2015

সত্যি ভুল আমারই যে আমি তোমাকে পাগলের মতো ভালোবেসেছি

সত্যি ভুল আমারই যে আমি তোমাকে পাগলের মতো ভালোবেসেছি।
অপরাধ আমিই করেছি কারণ আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করেছি।
আর তাই এটুকু তো আমার প্রাপ্য ছিল।
তুমি ঠিকই করেছো।
আমাকে আমার যোগ্য উপহার দিয়ে।
এই একবুক কষ্ট দিয়েছো।
এটাই বা ক'জন দিতে পারে!!!!! See more


চাই তোমাকে পূর্ণ করতে, চাই শুধু তোমার হতে

আমি পূর্ণতা চাই না, চাই তোমাকে পূর্ণ করতে ।
আমি বিশ্বাস চাই না, চাই তোমার বিশ্বাসী হতে । 
আমি ভালোবাসা চাই না, চাই শুধু তোমায় ভালোবাসতে । 
আমি সুখ চাই না, চাই শুধু তুমি সুখী হও । 
আমি আমাকে চাই না, চাই শুধু তোমার হতে, 
যদি তুমি চাও । See more




Tuesday, May 12, 2015

তোমার জন্য আমি কেঁদেছি, অনেক কেঁদেছি

চোখ থেকে ঝরে পরা অশ্রু গুলোই
যদি কান্না হয়
তবে আমি কাঁদিনি তোমার জন্য ।
সত্যিই বলছি সে কান্নার
পরিমাণ এত
নগণ্য যে তাঁকে কান্না বলে না ।
কিন্তু হৃদয়ের অদেখা চোখের
অশ্রু ফোঁটা গুলো যদি
কান্না হয় !
তবে আমি কেঁদেছি
তোমার জন্য আমি কেঁদেছি
অনেক কেঁদেছি ।
তোমার প্রতিটা রেখে যাওয়া
মুহূর্ত আমাকে কাঁদিয়েছে ,
প্রতিদিন আমাকে কাদাছে এক
হারানোর যন্ত্রণায় ... See More


Sunday, May 10, 2015

তোমায় নিয়ে আমি আর রাত জেগে ভাবি না, কারন যদি জানতে চাও আমি বলব না ।

তোমায় নিয়ে আমি আর
রাত জেগে ভাবি না,
কারন যদি জানতে চাও
আমি বলব না ।

তোমায় নিয়ে আমি
আর স্বপ্ন দেখি না
কেন দেখিনা আমি
আমি তা যানি না ।

শহরের ঐ লেকের পাড়ে
বসতাম তুমি আমি
কিন্তু এখন ঐ লেকের পাড়ে
একা বসি আমি ।

তোমায় ছাড়া ভেবেছিলাম
হাও কুড আই লিভ?
দূরে থেকে বুঝতে পারেছি
ইয়েস আই কুড লিভ ।

একটা মজার বেপার জানো?
আমি তোমার নাম্বারটা এখন ফেলেছি মুছে, 
আর দেরি নেই ফেলব তোমায়ও 
মন থেকে মুছে মুছে ।
                     -- তাহমিদ আফসার

Monday, September 29, 2014

Moments Of Love । তার সাথে আমার প্রথম দেখা রাস্তার মোড়ে।


তার সাথে আমার প্রথম দেখা রাস্তার মোড়ে, আমার হাতে তখন জলন্ত সিগারেট আর সে তখন মাটি থেকে ১টা ফুল কুড়িয়ে নিচ্ছিলো। আমি অবাক হয়ে তাকে দেখছিলাম আর কি অদ্ভুতভাবেই না সে ফুলটাকে দেখছিলো . . .  

সেই কুড়োনো ফুলটা হাতে নিয়ে মেয়েটা আমার সামনে দিয়েই চলে গেলো। আমি মুগ্ধ হয়ে তার চলে যাওয়া দেখছিলাম এবং ঐ মূহুর্তে আমার মনে হচ্ছিলো এইরকম ১টা মেয়ে আমার পাশে থাকলে খুব ১টা খারাপ হতোনা, অথবা ঠিক এই মেয়েটাই!!. . . .

সেদিন থেকেই আমি মেয়েটাকে ভাবতাম, তাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম কিন্তু কখনো কাছে যাওয়ার সাহস হতোনা। কখনো কখনো তারসাথে চোখাচোখি হতো, সে দেখতো কিন্তু কিছু বলতো না।. . . .

তারপর একদিন সাহস করে সামনে এগিয়ে গেলাম, তার সাথে কথা বলবো বলে। কিন্তু সামনে গিয়ে আমি কিছুই বলতে পারলাম না! তখন সে নিজ থেকেই বললো ”কিছু বলবেন”

তারপর থেকে মাঝে মাঝে আমাদের কথা হতো, কখনো কখনো দেখা হতো। দেখা হলেই আমরা একসঙে হাটতাম . . .

তারপর একদিন আমি প্রপোজ করলাম! ও প্রচন্ড অবাক হয়ে আমার দিকে তাকিয়ে তাকিয়ে ছিলো !!

আমি ভেবেছিলাম ও রাজি হবে না, কিন্তু ফুলগুলি হাতে নিয়ে ও প্রচন্ড খুশি হয়ে গিয়েছিলো এবং আমাকে হ্যা বলে দিয়েছিলো . . . .এরপর আমি এবং সে ”আমরা” হয়ে গেলাম। এবং আমাদের আশেপাশের সবকিছুই অন্যরকমভাবে পালটে গেলো . . . . . 
কেউ একজন ঠিকি বলেছিলো ”ভালোবাসার জন্য শুধুমাত্র একটি মূহুর্তই যথেষ্ট” …..





Thursday, August 14, 2014

তোমার হাসির পৃষ্ঠায় - তোমাকে ছোবার জন্য নয় তোমাকে

১।
কয়েকশো বছর অপেক্ষায় থেকে
আমি জবাফুল গাছ হতে চাই
নাহ, তোমাকে ছোবার জন্য নয়
তোমাকে ছায়া দেবার জন্যেও নয়
শুধুমাত্র তোমাকে কিছু ফুল দেবার জন্য
আর নিভৃতে তোমার হাসির সংস্পর্শ পাবার জন্য!
















২।
বহুবার ভেঙে যাওয়া সময়কে পেরিয়ে
আমি তোমাকে কিছু লিখতে চেয়েছিলাম
সেটা হতে পারতো কোন চিঠি
অথবা বিমুগ্ধতায় মোড়ানো কোন রূপকথা
অথচ নিঃসঙ সময়ের ডাক শুনে শুনে
আমি শুধুমাত্র তুমিতেই মুগ্ধ হয়েছিলাম
কোন চিঠি অথবা রূপকথাতে নয়








৩।
আমি বারবার তোমার পিছু ছুটে যাই
অথবা আমাকে তোমার পিছু ছুটে যেতে হয়
তোমার অনুভূতির টানে, আবেগের টানে
অথচ শূণ্যে উড়িয়ে দেয়া তোমার আচলের স্নিগ্ধতা
আর ছড়িয়ে পড়া তোমার হাসির মুগ্ধতা দেখে
আমি শালিকের বেশে একদিন পলাতক হয়েছিলাম





৪।
আমি নিঃসঙ কাকতারুয়ার মতো পুরো জীবন
দাঁড়িয়ে থাকতে রাজি আছি
যদি আমি থাকতে পারি তোমার কক্ষপথ জুড়ে
ছড়িয়ে থাকা হাসির কাছাকাছি
অথচ
তোমার আকা ছবিতে বিমুগ্ধতা নেই, বিষন্নতাও নেই
যা আছে তা কেবল পরিতৃপ্তি!
এবং তোমার আকা হাসিতে কেবল পূর্নতাই নয়
আছে সতেজ প্রকৃতির দিপ্তী

Sunday, April 6, 2014

জানি ফিরে তুমি আসবে না কখনো...

জ্বরের ঘোরে যখন
শুয়ে থাকতাম,
ভাবতাম এই
বুঝি তুমি আসবে,
আমার পাশে বসবে।।

তুমি আসো নি।।
যেদিন
তুমি জানলে আমি কঠিন
রোগ নিয়ে এই
পৃথিবীতে বেচেঁ আছি,

সেদিন থেকে তোমার
সত্যিকার
ভালোবাসা উপলদ্ধি করলাম।।

মনে হতে লাগলো,
এখনো মানুষ
চিনতে পারি নি আমি।।

আমি তোমার
সাথে নিজে থেকে যোগাযোগ
বন্ধ করে দিলাম।।
ভেবেছিলাম তুমি ফোন
দিয়ে বলবে,
আমি ফিরে এসেছি,
তোমার
কাছে ফিরে এসেছি।।

তুমি আসো না,
ফিরে তাকাও নি,

জানি ফিরে তুমি আসবে না কখনো...

see more

আমি রাতের অন্ধকার খুব ভালোবাসি

আমি রাতের অন্ধকার
খুব ভালোবাসি,
কারণ সেই
আধাঁরে হারিয়ে যাওয়া যায়
অদূরে,
যেখানে সবাই থাকতেও
আমি একা।।
আমি আলো ভয় পাই,
সূর্য ডোবার পর পরই
ভয় কাটে।।
ভয় কাটিয়ে জোছনার
জন্য অপেক্ষা...
জোছনার মাঝে মুখ
ডুবিয়ে আধাঁরে মিশে যাই,

যেখানে শত
তারা সত্ত্বেও
আমি চাদঁকে দেখি নিঃশব্দে,
একা নীরবে।।


see more