Friday, September 15, 2017

তুমি কি শুনবে ...আমার ভাল-মন্দ লাগা কিংবা দুঃখ ব্যথা?




তোমরা কি শুনবে কেউ
আমার কিছু কথা?
আমার ভাল-মন্দ লাগা
কিংবা দুঃখ ব্যথা?


মাঝে মাঝে নিজেকে
লাগে বড় একা,
মনের মত বন্ধুর দেখা
পাবো আমি কোথা?


চুপচাপ বসে থাকি
কিছুই লাগে না ভাল,
অবচেতন মন বলে ওঠে,
কিছু একটা কর।


কিন্তু কি করবো আমি
পাই না কোন কাজ,
কখন যে পার‌ হয়
সকাল-দুপুর-সাঁঝ!


একা একা কোন কিছুতেই
সময় আর না কাটে,
ইশ একটা কাজ এখন যদি
থাকতো আমার হাতে!


ভাল কিছু যখন আর
করার না থাকে,
উদ্ভট কিছু চিন্তা ভাবনা
মাথায় চলে আসে।


সেইসব চিন্তা ভাবনার
আগা মাথা নাই,
চিন্তার সাগরে কখনো ডুবে
হাবুডুবু খাই!


মাঝে মাঝে বিরক্ত হয়ে
বই নিয়ে বসি,
কি আর পড়বো? এখন তো
লাগছে সবই বাসি।


কখনো কখনো মনে হয়
কিছু একটা লেখি,
কখনো বা জানালা দিয়ে
দূরে তাকায়ে দেখি।


চোখের দৃষ্টি মাঝে মাঝে
সুদূরে হারিয়ে যায়,
মনের গভীর কল্পনা ছেড়ে
অনন্ত নীলিমায়।


কখনো আমি বন্ধুর কাছে
লিখতে বসি চিঠি,
উত্তরের প্রতিক্ষায় থাকে
আমার নয়ন দিঠি।


চোখের সামনে ভাসে যে
কত রঙ্গীন স্বপ্ন,
মনের মাঝে জাগে কত
হাজারো জটিল প্রশ্ন।


মাঝে মধ্যে লিখে ফেলি
ছড়া কিংবা কবিতা,
কখনো পড়তে ভাল লাগে
রূপকথার গল্প কথিকা।

Wednesday, September 6, 2017

একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ

 
একটা ছিল সোনার কন্যা
মেঘ বরণ কেশ
ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ
দুই চোখে তার আহারে কি মায়া
নদীর জলে পড়ল কন্যার ছায়া

তাহার কথা বলি
তাহার কথা বলতে বলতে নাও দৌঁড়াইয়া চলি

কন্যার ছিল দীঘল চুল
তাহার কেশে জবা ফুল
সেই ফুল পানিতে ফেইলা
কন্যা করল ভুল
কন্যা ভুল করিস না
ও কন্যা ভুল করিস না
আমি ভুল করা কন্যার লগে কথা বলব না

হাত খালি গলা খালি
কন্যার নাকে নাকফুল
সেই ফুল পানিতে ফেইলা
কন্যা করল ভুল

এখন নিজের কথা বলি
নিজের কথা বলতে বলতে
নাও দৌঁড়াইয়া চলি
সবুজ বরণ লাও ডগায়
দুধসাদা ফুল ধরে
ভুল করা কন্যার লাগি
মন আনচান করে
আমার মন আনচান করে। 


শিল্পীঃ সুবীর নন্দী
অ্যালবামঃ শ্রাবন মেঘের দিন
সুরকারঃ মাকসুদ জামিল মিন্টু
গীতিকারঃ হুমায়ুন আহমেদ
বছরঃ ১৯৯৯
বিভাগঃ ছায়াছবি

Saturday, September 2, 2017

আপনি ছ্যাকা খেয়ে বেকা হয়ে গেছেন?

" আপনি ছ্যাকা খেয়ে বেকা হয়ে গেছেন?
:
খুবকষ্ট হয় আপনার?
:
মরে যেতে ইচ্ছে করে?
:
নেশা করেন?
:
লেখা পড়া ছেড়ে দিয়েছেন?
:
মন খারাপ করে থাকেন?
:
আপনি আপনার জীবনটা নিয়ে খুব
বোরিং?
:
খুব হতাশাগ্রস্থ আপনি?
:
জীবনটিকে তিলে তিলে শেষ
করে দিচ্ছেন?
:
আপনার উত্তর যদি হ্যাঁ হয়,
:
তবে আপনাকে বলছি।
.
..
...
....
তুই ছেলেই হ আর মেয়েই হ........... .
:
থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিবো ।
:
কি পাইছিস কি?
:
জীবনটাকে দু টাকার নোট
ভেবেছিস?
:
তুই কি জানিস ,
:
তুই কতটা প্রিয় তোর বাবার
কাছে?
:
তুই কি জানিস তুই তোর মায়ের
কাছে সাত রাজার ধন?
:
তুই কি জানিস একটি সন্তান জন্ম
হওয়ার জন্য, মাকে কতটা ব্যাথা
সহ্য
করতে হয়?
:
তুই কি জানিস তোর মা তোকে দশ
মাস, দশ দিন গর্ভে ধারণ করে
রেখেছিলো?
:
কে না কে তোকে ছেড়ে গেছে,
:
তাতে তুই কষ্ট পাবি?
:
এত মূল্যবান একটা জীবন নষ্ট
করবি?
:
কেনো তুই এত অবুঝ?
:
যে গেছে তো গেছে।
:
ও গেছে আরেকজন আসবে।
:
এত ভাবিস কেনো? তুই কি আর
লাইলী-মজনু শিরি-ফরহাদের যুগে
জন্ম নিয়েছিস?
:
তুই ডিজিটাল যুগে এসে যদি এত
বোকামী করিস তবে রাগ তো
হবেই
আমার?
:
এই জামানায় প্রেমের শোকের
আয়ু বড় জোড়
কয়েক সেকেন্ড থাকা উচিত..!
:
এটা এই জামানায় বেঁচে থাকার
মূল মন্ত্র।
:
আচ্ছা তুই যদি মরে যাস তবে যে
তোকে ছেড়ে গেছে সে তো দূর
থেকে বলবে,
:
বাব্বা বেঁচে গেছি অল্পের জন্য।
:
আর যদি তুই বড় মানুষ হোস তবে,
দেখবি
সে দূর থেকে আফসোস করে বলবে,
:
ইস কেনো যে ওকে ছেড়ে এলাম?


......#নিজেকে_বুঝায়