Sunday, June 1, 2014

আমি বৃষ্টি দেখেছি

আমি বৃষ্টি দেখেছি, বৃষ্টির ছবি এঁকেছি. . .
আমি রোদে পুড়ে ঘুরে ঘুরে. . . অনেক কেঁদেছি।

আমার আকাশ কুসুম স্বপ্ন দেখার খেলা থামে নি,
শুধু তুমি চলে যাবে আমি স্বপ্নেও ভাবিনি. . . .
আমি বৃষ্টি দেখেছি. . . .

চারটে দেয়াল মানেই নয়তো ঘর,
নিজের ঘরেও অনেক মানুষ পর।
কখন কিসের টানে মানুষ পায় যে খুঁজে বাঁচার মানে,
ঝপসা চোখে দেখা এই শহর. . .

আমি অনেক ভেঙেচুরে, আবার শুরু করেছি. . .
আবার পাওয়ার আশায় ঘুরে মরেছি. . .
আমি অনেক হেরে গিয়েও হারটা স্বীকার করিনি,
শুধু তোমায় হারাবো আমি স্বপ্নেও ভাবিনি. . . .
আমি বৃষ্টি দেখেছি. . . .

No comments:

Post a Comment