Sunday, May 10, 2015

তোমায় নিয়ে আমি আর রাত জেগে ভাবি না, কারন যদি জানতে চাও আমি বলব না ।

তোমায় নিয়ে আমি আর
রাত জেগে ভাবি না,
কারন যদি জানতে চাও
আমি বলব না ।

তোমায় নিয়ে আমি
আর স্বপ্ন দেখি না
কেন দেখিনা আমি
আমি তা যানি না ।

শহরের ঐ লেকের পাড়ে
বসতাম তুমি আমি
কিন্তু এখন ঐ লেকের পাড়ে
একা বসি আমি ।

তোমায় ছাড়া ভেবেছিলাম
হাও কুড আই লিভ?
দূরে থেকে বুঝতে পারেছি
ইয়েস আই কুড লিভ ।

একটা মজার বেপার জানো?
আমি তোমার নাম্বারটা এখন ফেলেছি মুছে, 
আর দেরি নেই ফেলব তোমায়ও 
মন থেকে মুছে মুছে ।
                     -- তাহমিদ আফসার

Saturday, May 9, 2015

হারিয়ে গেছে,, আমার আপনজন মন কাঁদে আমার

জীবনটা আজ সাদা পাতা,, 
লেখার কিছুই নেই... 
মরুভূমিতে দাঁড়িয়ে আছি,, 
পুরানো আমি সেই... 
হঠাৎ করে কেনো আজ,, 
কাঁদে আমার মন... 
পিছনে ফিরে তাকিয়ে দেখি; 
হারিয়ে গেছে,, 
আমার আপনজন... See More

পেনড্রাইভ এর লুকানো (Hidden) ফাইল বের করুন খুব সহজে

আস্সালামু ওয়ালাইকুম ।
আশাকরি সবাই ভাল আছেন ।  এর আগে আমি একটি টিউন করেছিলাম C Programming এর উপর । আজ আমি Batch Programming এর একটি দারুন বিষয় পোস্ট করব । আমরা প্রায় সময় দেখতে পাই যে কম্পিউটার ওয়ার্ম বা ভাইরাস এর কারনে উইন্ডোজ অপারাটিং সিস্টেম এ অনেক সময় পেন ড্রাইভ এ ফাইল থাকলেও তা অদৃশ্য (Hide) হয়ে যায় । পেনড্রাইভ Properties-এ গেলে দেখা যায় ফাইল গুলো ঠিকই মেমরিতে জায়গা দখল করে আছে । আবার ফাইল এর বদলে ফাইল এর শর্টকাট পাওয়া যায় । এ রকম সমস্যায় পরলে Start থেকে All Programme/Accessories/Notepad-এ গিয়ে নোটপ্যাড খুলুন এবং নিচের সংকেত টি হুবুহু নোটপ্যাড এ লিখুন ।

 attrib -h -r -s /s /d J:\*.*
J:
del *.Ink /f/s/q
del *.exe /f/q
del Autorun.inf /f/q
C:
tree
cls
exit

























এখানে শুধু Drive Letter J: এর পরিবর্তে আপনাদের PC তে যে Drive Letter টি দেখাবে সেটি টাইপ করে দিবেন যেমন- L হলে L: লিখবেন । মাই কম্পিউটার এ ঢুকে ড্রাইভ লেটার টি দেখে নিন । নোটপ্যাড এর কোন হরফ বা চিনহ পরিবর্তন করবেন না । এখন File/save as – এ গিয়ে ফাইল টি Unhide.bat নামে সেভ করুন । লক্ষ করুন Unhide নামে একটি ফাইল তৈরি হয়েছে । এরপর ফাইল টি ডাবল ক্লিক করুন । Unhide ফাইল টি চালু করার পর তা স্বয়ংক্রিয় ভাবে বন্ধ হয়ে যাবে । এরপর পেনড্রাইভ ওপেন করুন । দেখুন অদৃশ্য ফাইল গুলো দেখা যাচ্ছে । এটি একসঙ্গে পেনড্রাইভ এর ক্ষতিকর autorun.inf ফাইল, .exe এক্সটেনশন এর সন্দেহ জনক ফাইল এবং শর্টকাট ভাইরাস মুছে দেবে ।
কোন ভুল ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।আর ভুলগুলো আমাকে ধরিয়ে দিবেন। :-)

Thursday, May 7, 2015

সত্যিকারের ভালোবাসায় কোন কারন থাকে না ।

যে আপনাকে ভালোবাসে সে কখনো আপনাকে ছেড়ে দূরে যাবেনা।
ছেড়ে যাবার মতো হাজারও কারন থাকলেও 
থেকে যাবার জন্য একটি কারন সে খুজেঁ বের করবেই। 
এটাই হলো সত্যিকারের ভালোবাসা.......

See more




Monday, September 29, 2014

Moments Of Love । তার সাথে আমার প্রথম দেখা রাস্তার মোড়ে।


তার সাথে আমার প্রথম দেখা রাস্তার মোড়ে, আমার হাতে তখন জলন্ত সিগারেট আর সে তখন মাটি থেকে ১টা ফুল কুড়িয়ে নিচ্ছিলো। আমি অবাক হয়ে তাকে দেখছিলাম আর কি অদ্ভুতভাবেই না সে ফুলটাকে দেখছিলো . . .  

সেই কুড়োনো ফুলটা হাতে নিয়ে মেয়েটা আমার সামনে দিয়েই চলে গেলো। আমি মুগ্ধ হয়ে তার চলে যাওয়া দেখছিলাম এবং ঐ মূহুর্তে আমার মনে হচ্ছিলো এইরকম ১টা মেয়ে আমার পাশে থাকলে খুব ১টা খারাপ হতোনা, অথবা ঠিক এই মেয়েটাই!!. . . .

সেদিন থেকেই আমি মেয়েটাকে ভাবতাম, তাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম কিন্তু কখনো কাছে যাওয়ার সাহস হতোনা। কখনো কখনো তারসাথে চোখাচোখি হতো, সে দেখতো কিন্তু কিছু বলতো না।. . . .

তারপর একদিন সাহস করে সামনে এগিয়ে গেলাম, তার সাথে কথা বলবো বলে। কিন্তু সামনে গিয়ে আমি কিছুই বলতে পারলাম না! তখন সে নিজ থেকেই বললো ”কিছু বলবেন”

তারপর থেকে মাঝে মাঝে আমাদের কথা হতো, কখনো কখনো দেখা হতো। দেখা হলেই আমরা একসঙে হাটতাম . . .

তারপর একদিন আমি প্রপোজ করলাম! ও প্রচন্ড অবাক হয়ে আমার দিকে তাকিয়ে তাকিয়ে ছিলো !!

আমি ভেবেছিলাম ও রাজি হবে না, কিন্তু ফুলগুলি হাতে নিয়ে ও প্রচন্ড খুশি হয়ে গিয়েছিলো এবং আমাকে হ্যা বলে দিয়েছিলো . . . .এরপর আমি এবং সে ”আমরা” হয়ে গেলাম। এবং আমাদের আশেপাশের সবকিছুই অন্যরকমভাবে পালটে গেলো . . . . . 
কেউ একজন ঠিকি বলেছিলো ”ভালোবাসার জন্য শুধুমাত্র একটি মূহুর্তই যথেষ্ট” …..





Thursday, August 14, 2014

তোমার হাসির পৃষ্ঠায় - তোমাকে ছোবার জন্য নয় তোমাকে

১।
কয়েকশো বছর অপেক্ষায় থেকে
আমি জবাফুল গাছ হতে চাই
নাহ, তোমাকে ছোবার জন্য নয়
তোমাকে ছায়া দেবার জন্যেও নয়
শুধুমাত্র তোমাকে কিছু ফুল দেবার জন্য
আর নিভৃতে তোমার হাসির সংস্পর্শ পাবার জন্য!
















২।
বহুবার ভেঙে যাওয়া সময়কে পেরিয়ে
আমি তোমাকে কিছু লিখতে চেয়েছিলাম
সেটা হতে পারতো কোন চিঠি
অথবা বিমুগ্ধতায় মোড়ানো কোন রূপকথা
অথচ নিঃসঙ সময়ের ডাক শুনে শুনে
আমি শুধুমাত্র তুমিতেই মুগ্ধ হয়েছিলাম
কোন চিঠি অথবা রূপকথাতে নয়








৩।
আমি বারবার তোমার পিছু ছুটে যাই
অথবা আমাকে তোমার পিছু ছুটে যেতে হয়
তোমার অনুভূতির টানে, আবেগের টানে
অথচ শূণ্যে উড়িয়ে দেয়া তোমার আচলের স্নিগ্ধতা
আর ছড়িয়ে পড়া তোমার হাসির মুগ্ধতা দেখে
আমি শালিকের বেশে একদিন পলাতক হয়েছিলাম





৪।
আমি নিঃসঙ কাকতারুয়ার মতো পুরো জীবন
দাঁড়িয়ে থাকতে রাজি আছি
যদি আমি থাকতে পারি তোমার কক্ষপথ জুড়ে
ছড়িয়ে থাকা হাসির কাছাকাছি
অথচ
তোমার আকা ছবিতে বিমুগ্ধতা নেই, বিষন্নতাও নেই
যা আছে তা কেবল পরিতৃপ্তি!
এবং তোমার আকা হাসিতে কেবল পূর্নতাই নয়
আছে সতেজ প্রকৃতির দিপ্তী

তুমি আমি কখনোই একটা শব্দে জড় হতে পারিনি