Sunday, March 2, 2014

কখনো ভাবিনি এতোটা তলিয়ে যাবো

কখনো ভাবিনি এতোটা তলিয়ে যাবো.....
কখনো ভাবিনি সকালের আকাশ এভাবে মেঘে ঢেকে যাবে.....
জীবনকে আকাশের মত মনে হয়.....
শুধু ই অসীম শুন্যতা.....
সব কিছু'ই আছে তবুও মহা শুন্যতা থেকে যায়.....

ঘুড়ি যেমন ছুঁতে চায় আকাশের সীমানা.....
তেমনি স্বপ্নরাও ছুঁতে চায় জীবনের মহাশূণ্যকে.....
মাঝে মাঝে মনে হয় আকাশ না হয়ে মেঘ হলে ই ভাল হতো.....
আবার মেঘ না হয়ে বৃষ্টি হয়ে লুটিয়ে পড়ে মিশে যেতাম মাটির সাথে.....see more


মানুষ কতটা নিকৃষ্ট

একটা মানুষ কতটা নিকৃষ্ট চরিত্রের
হতে পারে আপনি ততক্ষণ বুঝবেন না ,
যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে রাগান্বিত করবেন

রাগিয়ে দিলেই দেখবেন আসল চেহারা বের হয়ে আসে,
...
তখন বুঝবেন কত নিচ চরিত্রের মানুষ এর
সাথে আপনি সম্পর্ক স্থাপন
করতে যাচ্ছিলেন !

শুধুই ভালবাসা...

জীবনের অসুস্থ সময়ে,
মগজের অস্থিরতায় সেবা দিতে,
ভালোবাসা চাইনি...
চেয়েছিলাম কঠোরতাকে,
মনুষ্যত্বের চিরকাঙ্ক্ষিত বিশ্বাসকে,

আরও কত কি...
এসব কিছুর সাক্ষী নিদ্রাহীন মধ্যরাত,
বরষার কালো আকাশ,
লবণাক্ত চোখের জল কষ্টে কুঁকড়ে যাওয়া হৃদয়,
যন্ত্রণার উত্তাল স্রোত,
ভালোবাসাহীন জমাট ঘৃণা কবিতার বিনাশ,
ছোট্ট এক টুকরা আগুন,
যা দিয়ে ধ্বংস করা যায় অশুদ্ধ মানবতা,
বিষাক্ত ভবিষ্যৎ...
শেষে অফুরান ভালবাসা...
শুধুই ভালবাসা...see more




তুমি চাইলে

তুমি চাইলে ফুল হব
যদি গেঁথে রাখ তোমার চুলে।
তুমি চাইলে জোসনা হব
যদি আস তুমি রাতে।
তুমি চাইলে বৃষ্টি হব
যদি ভিজ তুমি তাতে।
তুমি চাইলে নদী হব
যদি পানি নিতে আস ঘাটে।
তুমি চাইলে টিপ হব
যদি পড় তুমি কপালে।
তুমি চাইলে ঘর বাঁধব চাঁদে
যদি তুমি যাও আমার সাথে।see more


তুমি শেষ মেশ আমাকে ভুলেই গেলে

তুমি শেষ মেশ আমাকে ভুলেই গেলে…না ?!
আর আমি এ দিকে ভেবে বসে আছি তুমি মনে হয় আমার সাথে অভিমান করে আছো…
অবশ্য তোমার অভিমান এর পরিমাণ যদি বেশিই হয়…
তাহলে তাই-ই হবে হয়তো...
কিন্তু এই হয়তোর ভিতর আমি কত দিন থাকব বলতে পারো…?
আমি তো অপেক্ষা তেই
আছি…
তোমার অপেক্ষায়...
আমার সকাল আসে তুমি ফিরে আসবে ভেবে...
আর রাত কেটে যায় তুমি নেই সেই যন্ত্রণায়...।।
শুধু বলবো ফিরে এসো।। see more